ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


মাসব্যাপী কাউন্সিলর মানিকের এতিম শিশুদের উৎসবমুখর ইফতার আয়োজন


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ২০:২০

পবিত্র রমজান উপলক্ষে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিম খানায় দুঃস্থ ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।


কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, ছোট্ট অসহায় শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা। সারাদিনের অনাহারযাপন শেষে যখন ইফতার সামনে আসে তখন এই এদিমদের হাসিমা‍খা মুখ দেখে মন ভরে যায়।তিনি বলেন, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিম খানায় দুঃস্থ ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের করছি।
এসময় মা-বাবা ও অভিভাবকহীন এ সব শিশুদের সাহায্য ও সহযোগিতা করতে সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান করেছেন তিনি।

এতিমখানার এক মাওলানা জানান, বিকেল সাড়ে ৫ টার মধ্যে এতিমখানায় প্রতিদিন ইফতারের আয়োজন করেন কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। ইফতারের আগে মুনাজাত করে সেখানে সবাই একসাথে বসে আনন্দ-উৎসবের সঙ্গে ইফতার করেন।

ইফতারিতে শরবত, খেজুর, ছোলা, বিরানি, মুড়ি ও পেঁয়াজু থাকে। সাথে ফল ও মিষ্টি জাতীয় খাবারও থাকে।