ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব, সম্পাদক জাহাঙ্গীর


১৯ জানুয়ারী ২০২১ ০৮:১৯

আপডেট:
১৪ মে ২০২৫ ০৬:৫০

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাসিব বিন শহিদকে সভাপতি ও জাগো নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় দুই বছর মেয়াদী ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে লিটন মাহমুদ, যুগ্ম সাধারণ পদে মামুন খান, সাংগঠনিক সম্পাদক পদে তোফায়েল হোসাইন, অর্থ সম্পাদক পদে আরিফুল ইসলাম, দফতর সম্পাদক পদে মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেহেদী হাসান।

আর কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নাদিয়া শারমিন, ফারহা হোসাইন ও এমরুল হাসান বাপ্পী। এছাড়াও প্রশান্ত কুমার কর্মকারকে সংগঠনের উপদেষ্টা করা হয়েছে।