ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই: চক্রের মূলহোতা রাজু গ্রেফতার!

রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ।
ছিনতাই চক্রের গ্রেফতার সদস্য হলেন,জাহাঙ্গীর আলম রাজু, তিনি পুরান ঢাকা ছিনতাই চক্রের মূলহোতা। তিনি রাজু হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সূত্রাপুর ও কোতয়ালী থানায় একাধিক ছিনতাই ও নারী নির্যাতন এবং ধর্ষণের চেষ্টা মামলা রয়েছে।
স্থানীয়দের দাবি, চক্রের মূলহোতা রাজু ছিনতাই করতে নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে। প্রতিদিন সন্ধ্যায় তারা একটি স্থানে মিলিত হয়ে আলোচনা করে ঠিক করতো কোন এলাকায় ছিনতাই করবে। পরিকল্পনা অনুযায়ী ভোরে কখনো বা রাতে নির্দিষ্ট এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন মানুষকে টার্গেট করতো। আর টার্গেট অনুযায়ী ডিবি পুলিশের পরিচয় দিয়ে দেহ তল্লাশি করার নাম করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিতো।
এবিষয়ে ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, ছিনতাই চক্রের গ্রেফতার সদস্য জাহাঙ্গীর আলম রাজু ।তিনি গত সেপ্টেম্বর মাসের ২০ তারিখে রাত সাড়ে নয়টার সময়, নগর সিদ্দিকী প্লাজার সামনে হঠাৎ ডিবি পরিচয় দিয়ে পথগতিরোধ করে,গলায় দেশী অস্র ঠেকিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এবং আমি থানায় মৌখিক অভিযোগ দিলে, পরবর্তী দীর্ঘদিন পর সূত্রাপুর থানার অসি অপারেশন অফিসার আমিনুল ইসলাম বাশার ভাই তাকে আটক করে আমাকে দেখান,আমি তাকে সাথে সাথে শনাক্ত করি। পরবর্তী তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যায় শিক্ষার্থী শরীফ মোহাম্মদ রবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টাটাসে তিনি বলেন, জাহাঙ্গীর আলম রাজু, রাজু নামেই পরিচিত। নিজেকে ছাত্রলীগের কর্মী এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একজন নেতার ভাতিজা হিসাবে পরিচয় দিতো।( আসলে ভূয়া পরিচয় দানকারি) উনার চলাফেরা বা আড্ডার জায়গায় ছিলো, লক্ষীবাজার, কলতাবাজার, মহানগর মহিলা কলেজের আসেপাশে।আসলে উনি একজন,নারী উত্ত্যক্তকারী এবং মোবাইল ছিনতাইকারী। প্রায় ২বছর পূর্বে আমার এক ছোট বোনকে উত্ত্যক্ত করার কারনে হাতে নাতে ধরে ফেলি এবং চড়থাপ্পড় মারি। কিন্তু সে নিজেকে ছাত্রলীগ কর্মী এবং অমুক আওয়ামীলীগ নেতার ভাতিজা পরিচয় দিয়ে মাপ চাইলে ( আর কখনো এই কাজ করবো না বলে প্রতিজ্ঞা করে) ছেড়ে দেই।
কিন্তু কয়েকদিন আগে এই রাজু এবং তার দুই বন্ধু সহ আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই,সাংবাদিক Md Shah Alom ভাইয়ের কাছ থেকে ছিনতাই করে সাথে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অবশেষে, সাংবাদিক শাহআলম ভাইয়ের চেষ্টা এবং সুত্রাপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী প্রচেষ্টায় অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়াছে।
রাজু এবং রাজু’র সাথে যারা আছে সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই যাতে ওর'মত কেউ ছাত্রলীগের ভূয়া পরিচয় বহন করে এইরকম জঘন্য কাজ না করতে পারে।
জাহাঙ্গীর আলম রাজু