ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


সাংবাদিক নিয়োগে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান


প্রকাশিত:
১ নভেম্বর ২০২০ ০৫:৫৭

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশ থেকে সাংবাদিকতায় যোগ্যতা নির্ধারণের দাবি উঠেছে। সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সরকারের কাছে খসড়া পাঠানো হয়েছে। এতে করে অপসাংবাদিকতা হ্রাস পাবে।

শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মমতাজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের নিয়োগ সংক্রান্ত কোনো আইন না থাকায় দেশে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে। অপসাংবাদিকতা রুখতে সাংবাদিকদের জন্য আলাদা ডাটাবেইসও তৈরি করা হচ্ছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম প্রমুখ।