ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


নৌবাহিনীর কর্মকর্তাকে মেরে দাঁত ভেঙ্গে দেওয়ার অভিযোগ হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে!


২৬ অক্টোবর ২০২০ ০৬:৫৭

আপডেট:
২৬ অক্টোবর ২০২০ ০৭:০২

ক্যাপ্টেন ওয়াসিফ নামে নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছিল সাংসদ হাজী সেলিমের গাড়ির। এরপরই গাড়ি থেকে লেফটেন্যান্ট ওয়াসিম নামের ওই কর্মকর্তাকে বেদম পেটানোর অভিযোগ উঠেছে হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে।

আজ রোববার সন্ধ্যার দিকে ধানমন্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রাত সোয়া ১০ টার দিকে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল দুই-ই ধানমন্ডি থানায় ছিল। তখন থানার সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ বিষয়টি দেখভাল করছেন। তিনি বলেন, দুই পক্ষই থানায়। আলাপ-আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। গাড়ির ভেতরে ওই সময় সাংসদ হাজী সেলিম ছিলেন না। তবে তাঁর ছেলে ও একজন নিরাপত্তারক্ষী ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটের দিকে। তাঁর সামনেই সাংসদের গাড়ি থেকে নেমে এসে একজন নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেন। একপর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। এই প্রত্যক্ষদর্শী বলেন, তিনি এই ঘটনার ভিডিও ধারণ করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন। এ সময় ওয়াসিম বলেন, তিনি বই কিনে স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। সাংসদের গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের ঘষা লাগে। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং কথা বলার চেষ্টা করেন। কিন্তু গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা কিছুই শুনতে চাননি। গাড়ি থেকে বেরিয়ে দুই ব্যক্তি মারধর শুরু করে। মারধরের কারণে তাঁর (ওয়াসিম) দাঁত ভেঙে গেছে। তাঁর স্ত্রীর গায়েও হাত তোলা হয়েছে বলেওঅভিযোগ করেন তিনি।

ঘটনাস্থলে লোকজন জমে গেলে সাংসদের গাড়ি ফেলে পালিয়ে যান চালক। পরে পুলিশ গাড়ি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে।

ভিডিওতে গাড়ির নম্বর দেখা যায় ঘ ১১-৫৭৩৬। গাড়িটি হাজী সেলিমের বলে জানায় ধানমন্ডি থানার পুলিশ।

এ বিষয়ে বক্তব্য জানতে হাজী সেলিমের মুঠোফোনে কল এবং খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।