পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

পিআরএল ভোগরত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। পিআরএল ও অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে।
সোহরাব হোসাইন গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘সাংবিধানিক পদে দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা চাই। জনগণের করের টাকায় পরিচালিত এ সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’
দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্তÑএর মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত কমিশনের চেয়াম্যানের দায়িত্বে থাকবেন সোহরাব হোসাইন। সাবেক শিক্ষা সচিব সোহরাব পিএসসির চেয়ারম্যান পদে মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান চেয়ারম্যান সাদিকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ বৃহস্পতিবারই তার ছিলশেষ কর্ম দিবস।
সোহরাব হোসাইন ২০১৬ সালের ৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে যোগ দেন। ২০১৯ সালের ৩০ জানুয়ারি সরকার তাকে সিনিয়র সচিব করে। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির দায়িত্বে ছিলেন। বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বাংলা একাডেমির আজীবন সদস্য সোহরাব ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।