ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


কক্সবাজারের এসপি মাসুদসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি


১৭ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৯

আপডেট:
১৪ মে ২০২৫ ১২:২৭

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মাসুদ হোসেনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী জেলার এসপি হিসেবে। অন্যদিকে কক্সবাজারে নিয়োগ দেওয়া হয়েছে ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামানকে।

আজ বুধবার তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে দেওয়া আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন এসপি মাসুদ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকতসহ পুলিশের সাত সদস্যকে।

নিহতের পরিবার থেকে দায়ের করা মামলায় আসামি হিসেবে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নাম যুক্ত করার আবেদন করলেও তা খারিজ করে দেন আদালত।

এ বি এম মাসুদ হোসেন ছাড়া বদলি হওয়া অন্য পাঁচ পুলিশ কর্মকর্তাদের মধ্যে খুলনা মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মহানগর পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদরদপ্তরে ডিসি হিসেবে বদলি হয়েছে।