ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসকসহ দুজন করোনা আক্রান্ত


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২০ ০৬:৪৯

রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের একজন চিকিৎসকসহ দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালটির এক চিকিৎসক গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েক দিন থেকেই দুজনের কোভিড-১৯ এর উপসর্গ দেখা যাচ্ছিল। সোমবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার টেস্ট রিপোর্টে তাদের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

আক্রান্ত চিকিৎসক হাসপাতালে বিকল্প চিকিৎসায় যুক্ত এবং অন্যজন অফিস সহকারী।