করোনায় ২ হাজার দুস্থ অসহায় পরিবারের পাশে ছাত্রলীগ নেতা রাজিদুল

করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব এখন স্থবির। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
লম্বা সময়ের জন্য সব অফিস আদালত বন্ধ থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
যাদের একদিন আয় বন্ধ থাকলে ঘরে আর খাবার থাকে না। সমাজের নানা শ্রেণি পেশার মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে।
অনেক সংগঠন ও সংস্থাও এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এসব অন্নহীন অসহায়দের পাশে দাঁড়িয়েছে মানিক গঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী।
তার এ কাজে বন্টনে সহায়তা করছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সারা জেলায় এ সহায়তা কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
এটি সম্পূর্ণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যেগে দেওয়া হচ্ছে।
এসম্পর্কে রাজিদুল ইসলাম বলেন,একসময় কেউ ঝালমুড়ি বিক্রি করতো, কেউ বাসের ড্রাইভার ছিল, কেউ মুচির কাজ করতো-এখন অনেকেই বেকার হয়ে পড়েছে।
সেরকম ২০০০ হাজার পরিবারের পাশে আমি দাড়িয়েছি।
তিনি আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে নিম্ন আয়ের মানুষদের অন্তত ১০ দিনের খাদ্য-সামগ্রী দিয়ে সহায়তা করতে।
এটি অব্যাহত থাকবে যত দিন এই সংকট থাকবে।
এদিকে, ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলামের সহায়তা পেয়ে খুশি নিম্ম আয়ের দুস্থ অসহায় মানুষ।তারা এসময় এই নেতার জন্য দোয়া করেন।
এর পূর্বে তিনি, আপনি থাকেন বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে রাজিদুল ইসলামের এর পক্ষ থেকে খাবারের গাড়ি। এভাবে তিনি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন।