ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


করোনায় দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাশে জেরিন দিয়া


৭ এপ্রিল ২০২০ ০৬:২২

আপডেট:
৭ এপ্রিল ২০২০ ০৬:৩৩

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় নাকাল নগরের দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক নেত্রী জেরিন দিয়া
আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন জায়গায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দ্যেগে দুস্থ ও অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।

এসম্পর্কে জেরিন দিয়া বলেন, গত সপ্তাহে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আর সেটির মাধ্যমে অনেকেই যোগাযোগ করেন। তারা ছিলেন সবাই ঢাকায় অবস্থানরত। আজ সেই ১০০ জন মধ্যবিত্ত পরিবারের সাথে নিজের খাবারের অর্ধেক অংশ ভাগ করতে পেরে অনেক শান্তি লাগছে। আসুন আমরা যে যেভাবে পারি সবাই সবাইকে সহযোগিতা করি। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু।

এসময় তিনি আরো বলেন,পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য এর পূর্বে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেরিন দিয়া একটি পোষ্ট দিয়েছিলেন, সেই পোষ্টের সূত্র ধরে অনেকেই যোগাযোগ করেন জেরিন দিয়ার সাথে।আজ তাদের খুজেঁ খুজেঁ বাসায় পৌছে দেন এই নেত্রী।

পূর্বের ষ্টাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো। আমি জেরিন দিয়া। আপাতত ঢাকায় ধানমন্ডিতে অবস্থান করছি।

করোনা ভাইরাসের জন্য আমরা কম বেশি সবাই আর্থিকভাবে সংকটের মধ্যে আছি।

আপনারা যদি কেউ আর্থিক সমস্যায় পড়েন এবং খাবার শেষ হয়ে যায়, আপনি যে ধর্মের বা গোত্রেরই হোন না কেন, ব্যক্তিগত মেসেজ পাঠাতে ভয়, লজ্জা বা সংকোচ করবেন না।

আমি আপনার সাথে আমার খাবার ভাগাভাগি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করব।


আবার এটা যদি আপনি না হন কিন্তু আপনি এমন কাউকে জানান, তাহলেও প্লিজ আমাকে তিনি যেন আমাকে জানান।

এছাড়া তিনি আরো বলেন, দয়া করে ঢাকার মধ্যে হলে ভালো হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছি। ঢাকার বাইরে হলে আমি হয়তো যেতে পারবো না

আল্লাহ আমাদের একসাথে এই মহামারীটির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন।