করোনায় চাউল, ডাল, তৈল নিয়ে দুস্থদের দরজায় পুলিশ!

বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোনার ভয়াল থাবায় নাকাল রাজধানীর দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন মতিঝিল বিভাগের এডিসি
( খিলগাঁও জোন দায়িত্বরত) এডিসি নুরুল আমিন।
এদিকে জানা যায়,রাজধানীর বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এডিসি নুরুল আমিন ও তার বন্ধু বান্ধব শুভাকাঙ্খীরা
এসম্পর্কে এডিসি নরুল আমিন বলেন, বড় কোনো প্রতিষ্ঠান কিংবা বড় কোনো অনুদান নয় বরং বন্ধু-বান্ধব, বড় ভাই এবং পরিচিত লোকজনদের কাছ থেকে চাঁদা তুলে ফান্ড তৈরি সেই ফান্ডের অর্থ দিয়েই কেনা হচ্ছে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, সাবান, লবনসহ বিভিন্ন খাদ্যদ্রব্য।
এসব গরীব অসহায়ের মাঝে খুঁজে খুঁজে বিতরণ করেছি।
তিনি এসময় আরো বলেন, মানুষ মানুষের জন্য, আমার বড় পরিচয় আমি একজন মানুষ, তাই মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি।
তিনি এসময় সমাজে বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
এই দুর্যোগের সময় এরকম ছোট ছোট উদ্যোগ সমাজের চিত্র বদলে দিতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আর সমাজের বিত্তবান মানুষ যাদের সক্ষমতা রয়েছে তারা এগিয়ে এলে এই কঠিন সময় অনেকটাই সহজ হবে বলে আশা করেন তারা।
এসময় তিনি বলেন, ‘ধৈর্য্য ধরে আপনারা ঘরে থাকুন, কোনো অবস্থাতেই বাসা থেকে বের হবেন না। খাদ্য সামগ্রী নিয়ে আমরাই আপনাদের কাছে হাজির হবো। ঘরে থাকলে নিজে ও পরিবার নিরাপদে থাকবে। অন্যরাও নিরাপদে থাকবে।’