খাবারের অভাবে আর্তনাদ, চাল ডাল তৈল আলু নিয়ে হাজির কাউন্সিলর

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় নাকাল দেশের দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ।
আর এদিকে মহামারি করোনাভাইরাসের কারণে দেশে চলছে লকডাউন। এর ফলে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ। কাজের অভাবে পেট চালাতে হিমশিম খেতে হচ্ছে।
এমন অবস্থায় সরকার নানামূখী সাহায্যের উদোগ গ্রহণ করেছে। অনেক সংগঠন ও এগিয়ে এসেছে। ব্যক্তি পর্যায়েও চলছে সাহায্য সহযোগিতা।
এর মধ্যেই অনেকেই আছে প্রকাশে কারো কাছে হাত পেতে চাইতে পারেনা, এমন এক পরিবারের কথা শুনে চাল ডাউল তৈল এবং আলু নিয়ে হাজির ঢাকা দক্ষিন সিটি কর্পোলেশনের ২৬ নং ওয়ার্উডের কাউন্সিলর হাসিবুর রহমা মানিক।
এসময় তাদের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেন, খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তৈল, এক প্যাকেট লবন ও ১টি সাবান ইত্যাদি।
এছাড়া তিনি তাদেরকে দেশের স্বার্থে ঘরে থাকার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর উপদেশ মেনে চলার জন্য অনুরোধ করেন।
এসম্পর্কে ঐ পরিবার এক সদস্য বলেন, আমি কল্পনাও করিনি কাউন্সিলর নিজেই আমার বাসায় চাল-ডাল নিয়ে আসবেন, তাও এত দ্রুত সময়ে।
কাউন্সিলরের এমন উদারতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।