ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


করোনায় দুস্থ অসহায়,কর্মহীনদের পাশে যুবলীগ


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ০৬:০৬

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া ও দিনমজুর মানুষদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর পক্ষ থেকে দুস্থ  অসহায় মানুষকে  নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, শুকনো খাবার দেওয়া হয় ।

এছাড়া করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে দেয়া হয় মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস ও সাবান।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বিতরণে অংশ নেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল,সাংগঠনিক সম্পাদক

মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান,কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম মানিক,রমনা ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সেলিমুজ্জামান রাজা,সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।