ফোন দিলেই ছাত্রলীগ নেতা রাজিদুলের পক্ষ থেকে খাবার পৌছে যাবে বাড়ি

কোভিড-১৯ এ স্তব্ধ পুরো দেশ। যে কারণে অন্যান্য স্থানের মতো মানিকগঞ্জের বেশিরভাগ মানুষই হয়ে পড়েছেন কর্মহীন। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন তারা। তাদের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতা রাজিদুৃল ইসলাম।
তিনি এবার বিকল্প পদ্ধতিতে ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের নতুন স্লোগান ‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী’।
আর এটির সম্পূর্ণ ব্যায়বহন করব আমি নিজেই। তিনি আরো বলেন, এটি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের ব্যানারে কর্মসূচি পালন করা হবে।
এজন্য তিনি কয়েকটি নাম্বার দিয়েছেন, যার যার এলাকার সুবিধার্থে ফোন দিলেই জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুলের পক্ষ থেকে বিনামূল্যে খাবার পৌছে দেওয়া হবে। নিচে যে নাম্বারগুলো যোগাযোগ করলেই খাবার পৌছে দেওয়া হবে।
নাম: মো: শরীফুল ইসলাম
01611325333
মানিকগঞ্জ সদর
শেখ সালাউদ্দিন অপু
ঘিওর উপজেলা, ঘিওর,মানিকগঞ্জ।
মোবাইল : ০১৭৫৬১৭৩৩৩৫
কাজী সজিব জয়
01777259528
সাটুরিয়া উপজেলানা
মঃ মোঃ লুৎফর রহমান,
হরিরামপুর,
০১৭১৩০৭৫৮৮০
মোঃ জাফর ইকবল রিজভী
উপজেলা দৌলতপুর
মোবাঃ 01710501781
নামঃ টিপু সুলতান
মোবাইলঃ ০১৮৩৪৬৬৫৫১০
উপজেলাঃ সিংগাইর
নাম:বিশ্বজিৎ দাস
থানাঃ শিবালয়
01641972412
এর পূর্বে করোনা ভাইরাসরোধে ভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতায় হ্যান্ড গ্লাোভস, সচেতনতনামূলক লিফলেট মাস্ক ও একই সাথে চাল -ডাল- তৈল ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার নিয়ে নিজ এলাকায় দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন এ তরুণ নেতা।