নগরের দুস্থ-অসহায় মানুষদের পাশে ডিএমপি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় নাকাল নগরের দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্দ্যেগে এ খাবার বিতরণ করেন।
জানা যায়, প্রতিদিন রাজধানীতে প্রায় আড়াই হাজার দুস্থ-প্রান্তিক মানুষের মাঝে এখাবার বিতরণের আয়োজন করেছেন ডিএমপি কমিশনার শফিকুলইসলাম।
এ সম্পর্কে এডিসি নুরুল আমিন বলেন, পুরো দেশ আজ করোনা ভাইরাসে স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়।’করোনা মোকাবিলায় ঢাকা ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্যার তার সাধ্যমতো চেষ্টা করছেন।
এছাড়া তিনি বলেন, সবাইকে একযুগে এবং একত্রে কাজ করতে হবে, দেশের স্বার্থে সবাইকে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, সরকারী নির্দেশ মেনে চলার অনুরোধ করেন। এবং রাজধানীবাসীর সুবিধার্থে যেকোন প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পাশে আছে বলে তিনি জানান।