মুজিব বর্ষ উপলক্ষে ছাত্রলীগ নেতা রাজিদুলের বঙ্গবন্ধু স্মৃতি ফলক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে।
জানা যায়, উলাইল মডেল হাই স্কুল ,সুফিয়া কামাল মহিলা কলেজ,মিতরা লিটল ফ্লাওয়ার স্কুল,বিনোদি রাণী সরকারি স্কুল,নবারুণ উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে কাজ নির্মান করেছেন। এছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠানে নির্মাণধীন রয়েছে বলে জানা যায়।
এদিক, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার। ১৭ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী এ উদযাপন কথা থাকলেও মহামারী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে।অন্যদিকে , মুজিব বর্ষ ঘিরে এরই মধ্যে ২৯৬টি পরিকল্পনাসংবলিত একটি মহাপরিকল্পনা নেয়া হয়েছে।
তবে জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে ১৭ মার্চ সূর্যোদয়ের ক্ষণ থেকেই। ওইদিন সকালে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তোপধ্বনির মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। ঢাকা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একই সঙ্গে অনুষ্ঠান শুরু হবে। ওইদিন সকালে টুঙ্গিপাড়ায় থাকবে জাতীয় শিশু দিবস নিয়ে নানা আয়োজন। এরপর বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে মূল আয়োজন, যাতে প্রকাশ করা হবে জন্মশতবার্ষিকীর বিভিন্ন স্যুভেনির, স্মারক বক্তৃতা, দেশী-বিদেশী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়কদ্বীপকে সাজানো হবে রঙিন সাজে।