ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


তাপসের গণসংযোগে হামলার অভিযোগ


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২০ ০৩:৪৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস তার গণসংযোগে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডে তার গণসংযোগে হামলা হয়েছে বলে জানান তিনি। এ জন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের দায়ী করেন ফজলে নূর তাপস।

রবিবার শান্তিনগর কাঁচাবাজার থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারাভিযান শুরুর আগে সাংবাদিকদের সামনে হামলার অভিযোগ তুলে ধরেন।



তিনি বলেন, শনিবার আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারের এক পর্যায়ে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনের বাসায়ও আমি গিয়েছি। সেখানে সবার সঙ্গে সাক্ষাত করেছি, ভোট প্রার্থনা করেছি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা সেখান থেকে চলে আসার পর সন্ধ্যার দিকে তারা অতর্কিতে আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল তাদের ওপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক।

তাপস বলেন, আমরা চাই সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আমরা এই রাজনীতির সূচনা করতে চাই। আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেব।

তিনি জানান, রোববার সারা দিন পল্টন, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল, শাহজাহানপুর, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এলাকায় প্রচার চালাবেন তিনি।

প্রচারের সময় রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রার্থী।