ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


মুজিববর্ষের ক্ষণগণনা : দেশজুড়ে র‌্যালি ও সভা


১৩ জানুয়ারী ২০২০ ০২:৩১

আপডেট:
১৩ জানুয়ারী ২০২০ ০২:৪৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে প্রচার-প্রচারণার পাশাপাশি নানা কর্মসূচি শুরু হয়েছে। মুজিববর্ষ পালনের জন্য ইতিমধ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে ক্ষণগণনা। বিভিন্ন স্থানে স্থাপিত ডিজিটাল ডিভাইসে চলছে ক্ষণগণনা। এদিকে মুজিববর্ষের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমাদের দিন এর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-

রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম ,সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আমানুল্লাহ, মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার দাস, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, আজমত আলী, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল আওয়াল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম প্রমুখ।

 
নবাবগঞ্জ : দোহারে আফরোজা আক্তার রিবার পরিচালনায় আলোচনায় অংশ নেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহাকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহারের ওসি সাজ্জাদ হোসেন প্রমুখ।

এদিকে নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও এইচএম সালাউদ্দীন মনজু, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আওয়ামী লীগ নেতা পনিরুজ্জামান তরুণ, মিজানুর রহমান কিসমত, মো. জালাল উদ্দিন প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : রকিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম, মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) : ইউএনও শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান। বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল হক খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সম্পাদক নূরে আলম মোল্লা প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : সভায় প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি। ইউএনও মো. শিবলী সাদিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএ আবু বকর চৌধুরী, সাবেক সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ।

লৌহজং (মুন্সীগঞ্জ) : সভায় ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুর রশিদ শিকদার, ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী হাফিজুল আমিন। বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, ওসি আলমগীর হোসেন মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন প্রমুখ।

 

বগুড়া ব্যুরো : সভায় প্রধান অতিথি ছিলন বগুড়া জলা প্রশাসক ফয়জ আহাম্মদ। ইউএনও আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

শেরপুর : শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

টাঙ্গাইল : শোভাযাত্রায় এমপি মো. ছানোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, মো. আতিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া : সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। ইউএনও পঙ্কজ বড়ুয়া এতে সভাপতিত্ব করেন।

বোরহানউদ্দিন (ভোলা) : ইউএনও বশির গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।

মাধবপুর (হবিগঞ্জ) : ভারপ্রাপ্ত ইউএনও আয়েশা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।

গৌরনদী (বরিশাল) : ইউএনও ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বানারীপাড়া (বরিশাল) : ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ওসি শিশির কুমার পাল প্রমুখ।

শিবচর (মাদারীপুর) : কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, ইউএনও আসাদুজ্জামান প্রমুখ।

হোমনা (কুমিল্লা) : ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, এসি ল্যান্ড তানিয়া ভূঁইয়া, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : শোভাযাত্রয় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, ইউএনও কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) সেলিম শেখ প্রমুখ।

শেরপুর (বগুড়া) : শোভাযাত্রায় সংসদ সদস্য হাবিবর রহমান, ইউএনও মো. লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ (চাঁদপুর) : সভায় ইউএনও বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি মিলি প্রমুখ।

সিংড়া (নাটোর) : ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : সভায় ইউএনও ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ কামাল পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন, ওসি আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী শেখ মাহাফুজুল হোসাইন প্রমুখ।

সাঁথিয়া (পাবনা) : সভায় ইউএনও এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। এছাড়া বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আওয়ামী লীগ নেতা হাসান আলী খান, রবিউল করিম হিরু, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) : ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও উম্মে কুলছুম বানু প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) : র‌্যালিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ইউএনও মো. লিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল গাফ্ফার, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ প্রমুখ।

শরীয়তপুর : ইউএনও শেখ মাহবুব রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তালুকদার আল মামুন প্রমুখ।

নড়াইল : কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহাবুুবুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাছুদ রানা প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান।

দেওয়ানগঞ্জ (জামালপুর) : ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন।

তালতলী (বরগুনা) : ইউএনও মো. সেলিম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার।

আগৈলঝাড়া (বরিশাল) : চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) : ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : ইউএনও কর্মকর্তা ভারপ্রাপ্ত নাদির হোসেন শামিমের সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : র‌্যালিতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, নজরুল ইসলাম প্রমুখ।

আমতলী (বরগুনা) : র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মো. মতিয়ার রহমান, ইউএনও মনিরা পারভীন প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আ. খালেক তালুকদার, ইউএনও সোহেল রানা, আওয়ামী লীগ নেতা চন্দন বিশ্বাস প্রমুখ।

বরিশাল ব্যুরো : র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার, শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আবদুর রহিম সরদার, বিকাশ কুসুম দাস প্রমুখ।

নরসিংদী : সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। ইউএনও তাসলিমা আক্তার সভাপতিত্ব করেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : শোভাযাত্রায় অংশ নেন আকতারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল) : র‌্যালিতে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও আরিফা জহুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

নান্দাইল (ময়মনসিংহ) : একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

চুনারুঘাট (হবিগঞ্জ) : শোভাযাত্রায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, ইউএনও সত্যজিত রায় দাশ প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : ভারপ্রাপ্ত ইউএনও মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র আবদুস ছাত্তার প্রমুখ।