ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


রাজশাহীতে কাউন্সিলরের বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ


৮ জানুয়ারী ২০২০ ২১:৪০

আপডেট:
১০ মে ২০২৫ ২৩:৫৫

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার এক কাউন্সিলরের বাড়িতে স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কাউন্সিলরের ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে ধর্ষণের শিকার হওয়ার পর নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করলে ওইদিন রাতেই তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলো গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে ওসমান গনি (১৫) এবং তার দুই সহযোগী রিদওয়ান আলী খন্দকার মোস্তাকিম (১৫) ও তারেক আলী (১৬)। তারা সবাই গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্র। এর মধ্যে গনি ও মোস্তাকিম নবম শ্রেণি এবং তারেক দশম শ্রেণির ছাত্র।

স্কুলছাত্রীর মায়ের করা মামলার এজাহারে বলা হয়, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার মোস্তাকিমের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। এর সুবাদে তাকে গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ে যাওয়া হয় গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলামের বাড়িতে। কাউন্সিলরের ছেলে ওসমান গনি তাদের বন্ধু। পরে ওই বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। রাতে স্কুলছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বললে রাতেই তার মা থানায় গিয়ে মামলা করেন।

রাজশাহী জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার (গোদাগাড়ী সার্কেল) আবদুর রাজ্জাক খান জানান, মামলার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এছাড়া রাতেই ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে তাকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এদিকে গতকাল দুপুরে গ্রেপ্তার তিন কিশোরকে আদালতে পাঠানো হয়।