ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ঝোপের মধ্যে পড়ে ছিল ঢাবি ছাত্রীর বই, ব্যাগ, ইনহেলার


৭ জানুয়ারী ২০২০ ০৩:৪৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪০

ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীর বই, ঘড়ি, ইনহেলার, ব্যাগ পড়েছিল ঝোপের মধ্যে। রাজধানীর কুর্মিটোলা থেকে এসব আলামত সংগ্রহ করে র‍্যাব ও ডিবি।

সোমবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, ঝোপের মধ্য থেকে ইউনিভার্সিটির বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত আমরা পেয়েছি।

প্রাথমিকভাবে ধারণা করছি এটিই ঘটনাস্থল। ডিবির একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায়।

রোববার সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে