প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতার্তদের পাশে খুলনা জেলা ছাত্রলীগ নেতা সাইফ

অজোপাড়া গাঁয়ের এক জোড়া চোখ-আশাতুর দৃষ্টিতে ঘন কুয়াশার মাঝেই খুঁজে ফিরছেন সূর্যালোক। সেই চোখ গুলো হয়তো কোনো কৃষকের, হয়তো কোনো শ্রমিকের কিংবা কোনো গৃহিনীর। ভরা শীতের এই মৌসুমে গ্রামের পরিচিত দৃশ্য।
সারাজীবন লড়ে যাচ্ছেন জীবনযুদ্ধে। আজ কি তবে হেরে যাবেন তীব্র শীতের কাছে? এমন অনেক শীতার্ত মানুষের হাড়ের কাঁপুনি আমাদের কানে প্রতিধ্বনিত হয় নিয়ত। বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরকম একশ পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ। একেবারেই নিজস্ব উদ্যোগে এই ছাত্রলীগ নেতা তাদের হাতে তুলে দিয়েছেন কম্বল।এলাকার গরীব মানুষের কাছে তিনি এসব কম্বল তুলে দেন।
শনিবার রাত ৭টায় নগরীর রেলস্টেশন, বাইতিপাড়া মোড়, মডার্ন ফার্ণিচারের মোড়সহ বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় তার সঙ্গে ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা অসীম রায়, মনিশংকর মন্ডল, শেখ মাহমুদ হাসান কাজল, আসিফ মল্লিক, রুবেল ইসলাম আকাশ, মোঃ সবুজ আলম, অরণ্য সৌরভ, সিফাত হোসেন সাকিব, বিজন মন্ডল, জাহিদ ইমরান, তুর্য ঘোষ, প্রীতি প্রসুন রায়, আজিজুল ইসলাম, শেখ সোহানুর, মামুন শেখ, আমির হামজা, আজমিনুর, মহিবুল্লাহ সাকি, রাকিব হোসেন, রিপন মন্ডল, হিমাংশু, ইন্দ্রনীল ইতম, মাসুম বিল্লাহ, অনিমেষ রাহুল, বাপ্পি, কামনাশীষ, পল্লব, সুমন প্রমুখ।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছি। সে মোতাবেক অসহায় মানুষের মধ্যে সাধ্যমত শীতবস্ত্র বিতরণ করেছি। সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য ছাত্রলীগকে এসব সামাজিক কর্মকাণ্ড করা উচিত। তাছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও শীতার্ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।’