বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণের শিকার

বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ই জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে, ধর্ষণের আগে তাকে মারধর করা হয়। ধর্ষণের শিকার হওয়া ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার শরীরের শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে নির্যাতনের পর তাকে ধর্ষণ করা হয়েছে।
ধর্ষণের শিকার হওয়া ওই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।