ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


নেতাকর্মীদের শুভেচ্ছা-ভালবাসায় সিক্ত ব্যারিস্টার তাপস


৫ জানুয়ারী ২০২০ ২১:৫২

আপডেট:
৫ জানুয়ারী ২০২০ ২৩:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম ও নেতাকর্মীরা ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসকে শুভেচ্ছা জানান

নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসায় ব্যস্ত সময় পার করছেন ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বিভিন্ন  দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা ও ভালবাসায় ব্যস্ত সময় পার করছেন তিনি ।

এসময় নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস।
তিনি নেতাকর্মীদের বলেন ‘নির্বাচনে জয়ী হলে মৌলিক নাগরিক সুবিধাগুলো পূরণ করতে কাজ করব । 

তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আশা করি আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি নবসূচনা করতে পারব। আমাদের অনেক করণীয় রয়েছে। প্রথমত দীর্ঘদিন ঢাকাবাসী যে বঞ্চিত অবহেলিত নাগরিক সুবিধা থেকে, সেটাকে আমরা মৌলিক দায়িত্ব হিসেবে গ্রহণ করব। যদি ঢাকাবাসী আমাকে জয়ী করেন, সেবা করার সুযোগ দেন, ঢাকাবাসীর মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করাই আমার প্রধান কাজ হবে।’


এ সময় অন্যান্যেদের মত সৌজন্য ও ফুলের শুভেচ্ছা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামসহ শত শত নেতাকর্মী।