ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


৩০ ডিসেম্বর 'গণত‌ন্ত্রের বিজয়' দিবস পালন কর‌বে আ.লীগ


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০১৯ ০৯:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের দিন ৩০ ডিসেম্বর সোমবার ঢাকাসহ সারা‌দে‌শে 'গণত‌ন্ত্রের বিজয়' দিবস পালন কর‌বে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

‌কেন্দ্রীয়ভা‌বে কর্মসূ‌চি পাল‌নের স‌ঙ্গে স‌ঙ্গে দেশব্যাপীও 'গণত‌ন্ত্রের বিজয়' দিবস পালন কর‌বে দল‌টির নেত‌াকর্মীরা।

রোববার রাজধানীর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তি‌নি জানান, কেন্দ্রীয়ভাবে সোমবার বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাম‌নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যা‌য়ে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করবে নেতাকর্মীরা।

গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংবাদ স‌ম্মেল‌নে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সা‌য়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।