বিতর্কিত কাউকে মনোনয়ন দেব না: কাদের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিতর্কিতদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছে, আমরা এমন কাউকে মনোনয়ন দেব না। বিতর্কের ঊর্ধ্বে যারা আছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, তাদের আমরা চয়েস করব।’
তিনি বলেন, ‘জনপ্রিয় ও গ্রহণযোগ্য- এ ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য আমাদের বোর্ড বসবে। সর্বাত্মকভাবে আমাদের নেত্রীরও ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়া।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, মেয়র পদে ঢাকা উত্তরে নয়জন ও দক্ষিণে সাতজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত কোনো পদেই কাউকে নিশ্চয়তা দেওয়া হয়নি।
নতুন বছরে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলেও আভাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।