ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০১৯ ২৩:১৪

ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর সেখানে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে দলীয় প্রধান হিসেবে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এ সময় আওয়ামী লীগের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধীদের কখনো ছাড় দেয়া হবে না।