ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


চাঁদপুরে যুবলীগ সাধারণ সম্পাদক

যুবলীগে মাদক ও চাঁদাবাজদের স্থান নেই : নিখিল


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ১২:৪৬

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মানুষের কল্যাণে রাজনীতি করে। তিনি ঘর থেকে শুদ্ধি অভিযান চালিয়েছেন। কোনো মাদকাসক্ত, মাদক কারবারি ও চাঁদাবাজের যুবলীগে স্থান নেই বলে জানিয়েছেন যুবলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার বিকেলে মতলব উত্তরের নিশ্চিন্তপুরে বাবা - মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, যুবলীগের কোনো নেতা কর্মী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‌যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান অ্যাড জাহিদুল ইসলাম রোমান, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরকার দুলাল প্রমূখ।