ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিল


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৩:২৮

পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে

 

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান নিখিল।

শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস শেষে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে।

নিখল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি লালবাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে জড়ান। পরে মিরপুরে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক থেকে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন।