ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


যুবলীগের নতুন চেয়ারম্যান পরশ ও সা. সম্পাদক নিখিল


২৪ নভেম্বর ২০১৯ ০২:৪০

আপডেট:
২৪ নভেম্বর ২০১৯ ০৩:৫৭

আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ,

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। আর সমর্থন করেন সদস্য সচিব হারুনুর রশীদ। এ পদে আর কারও নাম প্রস্তাব করা হয়নি।

অন্যদিকে, সেখানে সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, যুবলীগের নতুন চেয়ারম্যানশেখ ফজলে শামস তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কালরাতে শেখ ফজলে শামস পরশের বাবা-মাও শহীদ হয়েছিলেন। তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের এমপি।