ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত:
১২ নভেম্বর ২০১৯ ২৩:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে।