ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগ করব: কাউন্সিলর মানিক


২৯ অক্টোবর ২০১৯ ১০:৩৭

আপডেট:
১৪ মে ২০২৫ ০৮:২৩

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগ করব বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।


সাম্প্রতিক সময় ডিএসসিসির প্রকল্পের কাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায়, এলাকার দোকান, মার্কেটসহ বিভিন্ন স্থাপনা থেকে চাঁদা আদায় ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিয়োগ সম্পর্কে জানতে চাইলে তিনি একথা বলেন।

অভিযোগ প্রসঙ্গে  তিনি  বলেন, ‘আমি কোনো অনিয়ম করি না, চাঁদাবাজি করি না। অনেক কষ্ট করে চলি। আমার বিষয়ে মিথ্যাচার করা হচ্ছে।’দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগ করব।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে তদন্ত করে কেউ কিছুই পাবে না।’কারণ জীবনে কখনো চাঁদাবাজি.সন্ত্রাসী ও দখলবাজি করিনি।