ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


কুমিল্লায় পিস্তলসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার


২৭ অক্টোবর ২০১৯ ১১:৫৮

আপডেট:
২৭ অক্টোবর ২০১৯ ১২:০০


কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির এক নেতাকে বিদেশি পিস্তল, ৭৮ রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম জাহিদ ইকবাল শরীফ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের করপাটির মোবারক আলীর ছেলে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা শহরের মনোহরপুরে মৃত মুসা চেয়ারম্যানের বাড়ির একটি কক্ষ থেকে গ্রেপ্তার করা হয় শরীফকে। র‌্যাবের দাবি, শরীফ দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশি অস্ত্রশস্ত্র দিয়ে শহর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন।


অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলামের ভাষ্যমতে, আমরা র‍্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন মনোহরপুরের মৃত মুসা চেয়ারম্যানের টিনসেড বাড়ির পূর্ব পাশের কক্ষে অভিযান চালাই। এ সময় সেখান থেকে জাহিদ ইকবাল শরীফকে (৪১) গ্রেপ্তার করি। এ সময় তার দখলে থাকা একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৫০ রাউন্ড টুটু বোরের গুলি, ১০টি শটগানের তাজা গুলি, তিনটি চাইনিজ কুড়াল, দুইটি ছুরি, একটি চাপাতি, একটি নান চাকু উদ্ধার করা হয়। শরীফ ওই বাড়িতে ভাড়া থাকতেন।

মহিতুল ইসলাম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শরীফ দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশি অস্ত্রশস্ত্র দিয়ে ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লায় দুটি মামলা রয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। শরীফ মহানগর আওয়ামী লীগের সভা সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেন। এ ছাড়া কুমিল্লা স্টেডিয়ামে কিছুদিন রাতে পরিচালিত হাউজি পরিচালনার দায়িত্বে ছিলেন বলে জানান ওই র‍্যাব কর্মকর্তা।