ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


প্রশ্নফাঁস রোধে আজ থেকে সব কোচিং সেন্টার বন্ধ


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০১৯ ২৩:০২

প্রশ্নপত্র ফাঁস রোধে আজ শুক্রবার (২৫ অক্টোবর) থেকে সারাদেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ হচ্ছে। আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সম্প্রতি জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নির্দেশনার বিষয়টি জানান।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার জন্য কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষা চলাকালীন কোথাও কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।

তিনি আরও বলেন, পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও অনেকে বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান। এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে মনিটরিং বাড়ানোরও আহ্বান জানান।’

জানা যায়, আগামী ২ নভেম্বর জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে একযোগে এবারের পরীক্ষা শুরু হবে। জেএসসি পরীক্ষা চলবে আগামী ১১ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।