ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


ভারতের ইন্দোরে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত:
২১ অক্টোবর ২০১৯ ২২:৪২

ভারতের মধ্যপ্রদেশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোটেল থেকে অনেককে বের করে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার সকালে ইন্দোরের বিজয়নগর এলাকার গোল্ডেন হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার মুহূর্তে হোটেলে থাকা অজ্ঞাত সংখ্যক লোকজনের অনেককে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এনডিটিভি জানায়, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভাতে প্রথম দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে।

সংবাদ সংস্থা এএনআই’র শেয়ার করা ছবিতে দেখা যায়, হোটেলের সামনের অংশের পুরোটাতেই দাউ দাউ করে আগুন জ্বলছে। সামনের দরজা পুড়ে গেছে। হোটেলের ভেতরেও অগ্নিশিখা ছড়িয়ে পড়েছে।

এদিকে, একই সময়ে মহারাষ্ট্রের ভিওয়ান্দিতে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ছুটে গেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এবিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত পাওয়া যায়নি।