ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সভাপতিমণ্ডলির সভায় আসেননি যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী


প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৯ ২৩:৩০

আওয়ামী যু্বলীগের প্রেসিডিয়াম সভায় আসেননি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তাকে ছাড়াই চলছে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সভা।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা শুরু হয়।

সংগঠনটির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও সভায় উপস্থিত নেই যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।তবে ঠিক কী কারণে তিনি আসেননি তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, তিনি আসেননি। ফলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে সভাপতিমণ্ডলির সভা চলছে।

সভায় যুবলীগের সভাপতিমণ্ডলির সদস্য শহিদ সেরনিয়াবাত, শেখ শামসুল আবেদীন, আলতাব হোসেন বাচ্চু, সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূঁইয়া মাখন, ডা. মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দিপু প্রমুখ উপস্থিত রয়েছে।