ঢাবিতে জব সেমিনার ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দুই দিনব্যাপী জব সেমিনার ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
৪ ও ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এর নবাব নওয়াব আলি চৌধুরী সিনেট ভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী আয়োজনের প্রথম দিন শুক্রবার ছিল উক্ত বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন স্বনামধন্য কোম্পানি থেকে আগত প্রতিনিধিদের পদচারণায় মুখরিত।
এসময়ে হা-মীম গ্রুপ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইন্টারটেক বাংলাদেশ, বিএএসএফ বাংলাদেশ, রেনাটা লিমিটেড , কাফকো, কিউ-টেক ঢাকা ল্যাব থেকে আগত প্রতিনিধিরা তাদের কম্পানিতে ফলিত রসায়নের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন বিষয়ে সঠিক দিক নির্দেশনা ও চাকরিগত সুযোগ সুবিধা প্রদান করেন। এসময়ে কয়েকটি কম্পানি শিক্ষার্থীদের সিভি ও সংগ্রহ করে।
আয়োজনের দ্বিতীয় দিন শনিবার ছিল কিছুটা ভিন্নধর্মী। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এসময়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জন ও তা কাজে লাগানোর জন্য অত্যন্ত জরুরি কিছু দিক নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. সৈয়দ মোঃ শামসুদ্দিন বলেন, ‘এই জব সেমিনার এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের যথার্থ কর্মসংস্থানের সুযোগ গুলো আবিষ্কার করবে এবং তাদের আমরা যেই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি, তারা সেগুলো কাজে লাগিয়ে আমাদের দেশ, সমাজ ও বিশ্বের উন্নতি ও অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে- সেজন্যই এইটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।’