ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৭

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শনিবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়ায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।