'ক্যাসিনোর সঙ্গে জড়িত নন মোল্লা কাওছার'

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার বলেছেন, ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালনা কমিটির সভাপতি তিনি। তবে এটা কোনো মালিকানা নয়। ক্যাসিনো খেলা বা মালিকানা অথবা পরিচালনা এ ধরনের কোনো কিছুর সঙ্গে তার কোনো সংশ্নিষ্টতা নেই।
ব্যক্তিগতভাবে তিনি এসবের সঙ্গে জড়িত নন। ফেসবুকে নিজের অবস্থান পরিস্কার করে স্ট্যাটাসও দিয়েছেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। এছাড়া ১৯ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এক যুক্ত বিবৃতিতে মোল্লা আবু কাওছারকে নিয়ে প্রকাশিত নেতিবাচক সংবাদের প্রতিবাদ জানান।
সংগঠনের দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব স্বাধীনতা-উত্তর সময় থেকে আজ অবধি ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। একজন দক্ষ সংগঠক হিসেবে মোল্লা কাওছারকে ওই ক্লাবের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যে কোনো ক্লাব পরিচালনায় বিপুল সংখ্যক ব্যক্তির সম্পৃক্ততা থাকে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে মোল্লা কাওছারকে জড়ানো কাম্য নয়।