ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ভিসির পদত্যাগের দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু-জুতা মিছিল


২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫২

আপডেট:
১৫ মে ২০২৫ ০০:৪৮

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝাড়ু ও জুতা নিয়ে মিছিল করেছেন আন্দোলনকারীরা।

মিছিলটি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জয় বাংলা চত্বর,একাডেমিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে। একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারের সময় ভিসি শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলের নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘এ বক্তব্যে তিনি (ভিসি) আবারও প্রমাণ করলেন যে তিনি আমাদের অভিভাবক হওয়ার কোনও যোগ্যতা রাখেন না।’

১৮ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়। গত সাতদিন ধরে আন্দোলন চলছে। বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন।