ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


‘ওকে জয়েন্টে জয়েন্টে পেটানো হয়েছে’


২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:২১

আপডেট:
১৫ মে ২০২৫ ০১:১০

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বিরুদ্ধে দেওয়া চার্জশিট ও প্রকাশিত জবানবন্দিকে মনগড়া উপন্যাস বলে মন্তব্য করেছেন তার আইনজীবী জেড আই খান পান্না। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট বারে মিন্নি তার চেম্বারে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেড আই খান পান্না বলেন, ‘চার্জশিটের কথা তো আগাগোড়াই বলেছি, এটা একটা মনগড়া উপন্যাস। মূলত মূল আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য এ ধরনের কারবার করা হয়েছে। নাথিং নিউ। জজ মিয়া এবং জাহালমের আরেকটি সংস্করণ।’

আদালতে মিন্নির দেওয়া জবানবন্দি প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘আমি তো কোর্টে বসেই দেখেছি। আপিল বিভাগের চেম্বার আদালত যখন আমাদের দেখাতে দিতে বলেছিল তখন একনজর দেখেছি। সেটাও (১৬৪ ধারার জবানবন্দি) একটা উপন্যাস। সুপ্রিম কোর্ট বারের সভাপতি কোর্টকে বলেছেন, এত সুন্দর করে লেখা যা চিন্তার বাইরে। সুস্থ মাথায় এত সুন্দরভাবে লিখতে পারে না।’

জবানবন্দি প্রত্যাহারের আবেদনের বিষয়ে জেড আই খান পান্না বলেন, ‘আবেদন আগেই করা হয়েছে। মিন্নি নিজে জেলখানা থেকে করেছে।’ আরেক প্রশ্নে তিনি বলেন, ‘এটা তো পুলিশের কাছে ছিল। সেখানটা বাদে তো আর আসতে পারে না। ইতির্পূবেও আমরা দেখেছি এটা গণমাধ্যমে এসেছে। কোর্টের কাছে দেওয়ার পূর্বে এটা প্রকাশিত হয়েছে। এটা ঠিক হয়নি। এটা আদালত অবমাননা।’

মামলায় মিন্নি চার্জশিটভুক্ত ৭ নম্বর আসামি। আইনজীবী পান্নার সঙ্গে সাক্ষাতের সময় তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরও উপস্থিত ছিলেন। সাক্ষাতে মিন্নি আইনজীবীর পা ছুঁয়ে সালাম করেন।

সাক্ষাতের পর মিন্নির বাবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমাদের ঢাকায় আসার উদ্দেশ্য হলো, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না স্যারের সঙ্গে দেখা করা এবং আইনি পরামর্শ নেওয়া। দ্বিতীয়ত হলো, মিন্নি অসুস্থ। তাকে রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়েছে, আজকে মিন্নি তারই ভয়াবহতায় ভুগতেছে। ওর হাঁটুতে ব্যথা। ওকে মারধর করা হয়েছে। ওকে জয়েন্টে জয়েন্টে পেটানো হয়েছে। এ কারণে আমরা ডাক্তারের পরামর্শ নেব। ওর জয়েন্টে জয়েন্টে আঘাত করা হয়েছে। তারপর মাথায় পিস্তল ধরা হয়েছে। ভয়ভীতি দেখানো হয়েছে। এরপর থেকেই সে বিষণœতায় ভুগতেছে। ওর চিকিৎসা একান্ত প্রয়োজন। এ জন্যই ঢাকায় আসা।’