ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


মমতাজ বেগমের মানবিকতায় চোখের আলো ফিরে পেল অসহায় রহিম!


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৩

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মমতাজ বেগমের মানবিকতায় আব্দুর রহিম নামে এক ব্যক্তির চোখে আলো ফিরো পেল।

জানা যায়, আব্দুর রহিম নামের এই লোকটি দু্ই চোখেই দেখতে পেতনা। পৃথিবীর আলো দেখার অভিপ্রায়ে চক্ষু অপারেশনের জন্য সে দাড়ে দাড়ে ঘুরতে ঘুরতে একদিন উপস্থিত হয় উপজেলা নির্বাহী অফিসারমমতাজ বেগম এর দপ্তরে।

তিনি নিজে উদ্যোগী হয়ে ঢাকাস্থ ইসলামিয়া চক্ষু হসপিটালে আব্দুর রহিমের চক্ষু অপারেশনের ব্যবস্থা করেন।

আব্দুর রহিম আজ এক চোখে দেখতে পায়।পৃথিবীর অপরূপ সৌন্দর্যে বিমোহিত রহিম আজ এসেছিলেন জনাব মমতাজ বেগমকে কৃতজ্ঞতা জানাতে। আব্দুর রহিমের অন্য চোখটি অপারেশনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদানসহ আর্থিক সহায়তা প্রদান করেন।