যারা ছাত্রলীগকে হেয় করতে চায়, তাদের জন্য করুনা হয়!

যারা ছাত্রলীগকে হেয় করতে চায়, তাদের জন্য করুনা হয় বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রলীগ নেতা সেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা আবু কাউসার। তিনি সামাজিক যোগাযোগ ফেসবুক এক পোস্টে এমন্তব্য করেন। তিনি বলেন,
যারা ছাত্রলীগকে হেয় করতে চায় বা নেতৃত্বকে অপমানিত করার ঘৃণ্য চক্রান্ত করে,তাদের জন্য করুনা হয়।মেধা ও তারুন্যনির্ভর শেখ হাসিনার এই ছাত্রলীগকে আপন আলোয় বিকশিত হওয়ার সুযোগ দিন। আমরা যারা ছাত্রলীগের কর্মী ছিলাম অথবা এখনো রাজনীতিতে সক্রিয়,আয়নায় নিজেকে ঈমানের সাথে একটু দেখে নেই। কথাগুলো লিখলাম, একজন শেখ হাসিনা কত কষ্ট করছে, আমাদের কি কোনও দ্বায়িত্ব নেই, শেখ হাসিনার দিকে তাকিয়ে আমরা কি একটু ছাড় দিতে পারিনা?কতকিছুই চোখে ভাসে,বলতে চাইনা।
উল্লেখ্য, সাম্প্রতিক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় ছাত্রলীগের শীর্ষ নেতাদের কার্যক্রমে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।