ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


শোভনকে স্বাগত জানাতে গিয়ে চার ছাত্রলীগ কর্মী আহত!


৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৩

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৪

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে স্বাগত জানাতে গিয়ে আহত হয়েছেন ৪ ছাত্রলীগ নেতাকর্মী।
মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেট সার্কিট হাউজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় সভাপতি শোভন সার্কিট হাউজে প্রবেশের সময় সামনে অবস্থান নেয়া নিয়ে ধাক্কাধাক্কি করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাদের ধাক্কাধাক্কিতে সার্কিট হাউজের একটি দরজার কাঁচ ভেঙ্গে তাদের উপরে পড়ে যায়।

এতে আহত হন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রাহাত, ছাত্রলীগ কর্মী তারেক আহমদ তপুসহ চার নেতাকর্মী। আহত অপর দুজনের নাম জানা যায়নি।

পরে তাদের সহকর্মীরা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।