ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


বিদেশ থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি


প্রকাশিত:
১১ আগস্ট ২০১৯ ০৩:০৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত ফাঁসির আদেশ কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ ছাত্রলীগ। 

বুধবার ধানমন্ডি ৩২ এ মানববন্ধন  কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনের আয়োজন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।

তিনি বলেন, অতিদ্রুত বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। অন্যথায় সাধারন শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন আরও শক্তিশালী করা হবে। ছাত্রলীগ বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারে কোনো ছাড় দিবেনা।