ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


যাত্রাবাড়ীর নতুন ওসি মাজহারুল ইসলাম


১৭ জুন ২০১৯ ১১:০১

আপডেট:
১৫ মে ২০২৫ ০৮:০৪

 

পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে যাত্রাবাড়ি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার রাতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির এই আদেশ দেয়া হয়।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে সূত্রাপুর থানায় এবং তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ১২ জুন এক আদেশে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলামকে সূত্রাপুর থানায় বদলি করা হয়। নতুন আদেশের মাধ্যমে ওই বদলির আদেশটি বাতিল করা হয়েছে।