মানবিক বিবেচনায় ছাত্রলীগ থেকে জেরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছাত্রলীগ থেকে বহিস্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেরিন দিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় ।
বিজ্ঞপ্তিতে জানায়, মানবিক দিক বিবেচনা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে ।
উল্লেখ্য, জেরিন দিয়া কে বহিষ্কার করার পর অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন যাবৎ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।