ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


জনগণের অভিযোগ জানতে এমপির ‘অভিযোগ বাক্স’


প্রকাশিত:
১৫ মে ২০১৯ ০৯:২৪

নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের অভিযোগ জানতে লালমোহন পৌরশহরের কলেজ পাড়ায় নিজ বাসভবনের সামনে সোমবার রাতে ‘অভিযোগ বাক্স’ স্থাপন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় এমপি শাওন সাংবাদিকদের বলেন, অনেক সাধারণ মানুষ ভয়ে কারো কাছে অভিযোগ করার সাহস পায় না। তাই আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। এর ফলে লালমোহন-তজুমদ্দিন উপজেলার সাধারণ মানুষ তাদের অভিযোগ এখানে লিখিতভাবে করতে পারবে। যার দ্বারা তারা সঠিক বিচার পাবে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় কেউ যেনো বিচারহীনতায় না ভোগেন, তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছি। এখানে যদি কারও বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ করে, তাহলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ব্যক্তি যে দলেরই হোক না কেন