ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১১ মে ২০১৯ ২১:৩৪

লন্ডনে ১০ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে তিনি দেশে ফেরেন।

এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন সফরে যান। সেখানে তিনি চোখের চিকিৎসা করেন এবং প্রবাসীদের একটি অনুষ্ঠানেও যোগ দেন।