ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


প্রকাশিত:
১১ এপ্রিল ২০১৯ ১০:২২

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাত সাড়ে ৯টায় নুসরাত জাহান রাফি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি নুসরাতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এসব জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশে দিয়েছেন নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুর্বৃত্তদের দ্রুত বিচারের আওতায় আনার।

হত্যাচেষ্টায় অংশ নেয় বলে নুসরাত জানায়। এর আগে ২৭ মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় থানায় মামলা করলে গ্রেপ্তার হয় অধ্যক্ষ।
নুসরাতের পরিবারের অভিযোগ, অধ্যক্ষের পক্ষের লোকই পরিকল্পিতভাবে নুসরাতকে হত্যা করতে চেয়েছিল।

চিকিৎসকরা জানান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। এর মধ্যে ৭০ শতাংশই গভীরভাবে দগ্ধ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের চিকিৎসার দায়িত্ব নেন। তিনি সম্ভব হলে তাকে সিঙ্গাপুর নেয়ার পরামর্শও দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বার্ন ইউনিটের চিকিৎসকরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

তাকে আগুনে পুড়িয়ে হত্যার নির্মম ঘটনা দেশবাসীর বিবেককে নাড়া দেয়।