ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


কু-প্রস্তাব দেওয়ায় গণধোলাই শিকার জবির কর্মচারী জাবেদ


প্রকাশিত:
৭ এপ্রিল ২০১৯ ১০:৫৯

বেসরকারী মোবাইল নেটওয়ার্ক কোম্পানী রবির এক মহিলা কর্মচারীকে কু-প্রস্তাব দিয়ে গণধোলাই খেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারী জাবেদ।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আজ সূত্রপুর থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছে ভোক্তভোগী ঐ নারী।
জিডিতে উল্লেখ আছে ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেনীর কর্মচারী জাবেদ আমাকে নিয়মিত কু-প্রস্তাব দিতো, এবং আমাকে বিভিন্ন প্রলোভন দেখাত আমি কুস্তাবে বাধা দিলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে বিভিন্ন ভয় ভীতি দেখায়।

এ সম্পর্কে ঐ নারী বলেন, জাবেদ আমাকে নিয়মিত কু-প্রস্তাব দেয় আমি প্রত্যখান করায় আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়, আমাকে বিভিন্নভাবে বিরক্ত করে, আমি সাংবাদিক শাহআলম ভাইকে জানাই তিনি নিষেধ করলে আবারো হুমকি দেয় এবং বলে তুই সাংবাদিক শাহআলমকে কেনো বলছোছ তোকে আমি ধর্ষণ করবই এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।